শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ সম্পর্কে
শিল্পনগরী গাজীপুর জেলার অদূরে আম, জাম, কাঁঠাল, গজারি গাছে সমৃদ্ধ শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রীপুরের সর্বোচ্চ বিদ্যাপিঠ শ্রীপুর কলেজ । 1968 সালের শ্রীপুরের কতিপয় শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ মিলে নিজস্ব ও সংগ্রহীত অর্থায়নের মাধ্যমে গড়ে তুলেন আজকের এই কলেজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক যুগান্তকারী উদ্যেগের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে 2018 সালের আগষ্ট মাসের 08 তারিখ থেকে কলেজটি সরকারিকরণ হয়ে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে রুপান্তরিত হয়। এর মধ্যে দিয়ে শ্রীপুরে গরীব, হতদরিদ্র শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে। এই কলেজে বর্তমানে উচ্চমাধ্যমিক স্তরে 1. বিজ্ঞান 2. মানবিক 3. ব্যবসায় শিক্ষা বিভাগ, স্নাতক (পাস) কোর্সে রয়েছে 1. বিএ 2. বিএসএস 3. বিবিএস 4. বিএসসি বিভাগ, স্নাতক (সম্মান) কোর্সে রয়েছে 1. বাংলা 2. ইতিহাস 3. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 4. রাষ্ট্রবিজ্ঞান 5. সমাজকর্ম 6. মার্কেটিং 7.হিসাববিজ্ঞান 8. ব্যবস্থাপনা 9. ভূগোল ও পরিবেশ 10. গণিত বিভাগ, প্রিলিমিনারী মাস্টার্স (মাস্টার্স ১ম পর্ব) কোর্সে রয়েছে 1. রাষ্ট্রবিজ্ঞান 2. সমাজকর্ম 3. হিসাববিজ্ঞান 4. ব্যবস্থাপনা বিভাগ, মাস্টার্স (শেষ পর্ব) কোর্সে রয়েছে 1.সমাজকর্ম 2. হিসাববিজ্ঞান 3. ব্যবস্থাপনা বিভাগ । এসকল কোর্সে বর্তমানে 10,000 এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী এসকল কোর্স সম্পন্ন করে দেশের বিভিন্ন সেক্টরের যোগদান করে দেশের সেবা করে যাচ্ছে।